News

 test post for news

ইন্টার্নি (মিল ট্রেনিং) নিয়ে কিছু কথা

ফাইনাল ইয়ারের ইন্টার্নি: প্রস্তুতি ও সফলতার কৌশল

তুমি এখন ফাইনাল ইয়ারের মাঝামাঝি। কয়েকদিন পরেই পড়াশোনার চাপ কমে যাবে, ভাবতেই ভালো লাগছে, তাই না? তাছাড়া ফাইনাল ইয়ারে ফ্যাক্টরিতে গিয়ে ইন্টার্নি (মিল ট্রেনিং) করা—এটা এক ধরনের রোমাঞ্চকর অভিজ্ঞতা। ফ্যাক্টরিতে যাওয়া মানে এক নতুন দুনিয়ায় পা রাখা, যেখানে তুমি এতদিন পড়ালেখা করে যে সব কিছু শুনেছো, এখন সেটি চোখের সামনে দেখতে পারবে। যেগুলো পড়তে পড়তে হালকা চিন্তা ছিল, যখন সেগুলো বাস্তবে দেখতে পারবে, তখন মনে হবে, "এত সোজা জিনিসের জন্য আমি মাথার চুল ফেলেছিলাম! কোন দুনিয়ায় ছিলাম আমি!"